ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রমজানে লা মেরিডিয়ানের বিশেষ আয়োজন   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ১০ মে ২০১৮

আসন্ন রমজান মাসে গ্রাহকদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে রাজধানীর তারকা হোটেল লা মেরিডিয়ান। বিশেষ আয়োজনে থাকছে বুফে ইফতার, ডিনার ও সেহরির আয়োজন।

এ আয়োজনের অংশ হিসেবে রমজানের পুরো মাসজুড়ে থাকবে লাইভ ফুড স্টেশন। আগামী ১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) লা মেরিডিয়ান ঢাকার সিগনেচার রেস্টুরেন্ট- লেটেস্ট রেসিপি, ওলিয়া এবং ল্যাটিচুড ২৩- এ স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পরিবেশন করা হবে।   

লা মেরিডিয়ানের পক্ষ থেকে জানানো হয় যে, লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে মাগরিবের সময় থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বুফে ইফতার ও ডিনারের আয়োজন থাকবে। এ বুফেতে জনপ্রতি খরচ পড়বে মাত্র ৪১০০++ টাকা। সেহরির জন্য থাকছে রাত সাড়ে ১২টা থেকে ফজর আজান পর্যন্ত ‘বুফে সেহের’। এ বুফেতে জনপ্রতি খরচ পড়বে ১৯৫০++ টাকা। এছাড়াও, রমজানের বিশেষ ইফতার আয়োজনের সাথে রেগুলার বুফের আয়োজনও থাকবে রেস্টুরেন্টটিতে।

লা মেরিডিয়ান ঢাকার ওলিয়া রেস্টুরেন্টে মাগরিবের পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত লেভিস অ্যারাবিয়ান বুফে ইফতার ও ডিনারের আয়োজন থাকবে। জনপ্রতি এ বুফে ইফতার ও ডিনারে খরচ পড়বে ৩৯০০++ টাকা। এ বুফেতে শেফ মুনিরের তত্ত্বাবধানে থাকবে ‘অ্যারাবিক ক্যুইজিন’- এর সমাহার। লা মেরিডিয়ান ঢাকার ব্যাংকোয়েট অফারে থাকছে রমজানের বিশেষ ইফতার প্যাকেজ। এ প্যাকেজটি জনপ্রতি সর্বনিম্ন ২২০০++ টাকা থেকে শুরু। 

হোটেলটির ল্যাটিচুড ২৩ রেস্টুরেন্ট থেকে অতিথিরা চাইলে টেকঅ্যাওয়ে ইফতার বক্স নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে, বক্স প্রতি খরচ পড়বে ১,৯০০++ টাকা। এছাড়াও, টেকঅ্যাওয়ে আয়োজনে থাকছে রেশমি জিলাপি ও হালিম। প্রতি কেজি জিলাপির মূল্য ২২০০++ টাকা এবং হালিম প্রতিকেজি ১৫০০++ টাকা। বিকেল ৪টার পর থেকে এসব খাবার কিনতে পারবেন গ্রাহকেরা।

হোটেলের এক মুখপাত্র জানান, “ঈদুল ফিতরের আগে পবিত্র রমজান মাস আমাদের জন্য শৃঙ্খলা, সংযম ও নিয়মানুবর্তীতার শিক্ষা নিয়ে আসে। পবিত্র এ মাসে আমরা আমাদের সম্মানিত অতিথিদের জন্য ইফতারের সময় আমাদের রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারের আয়োজন করেছি। ইফতারে আগত নারী ও পুরুষ অতিথিদের জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা।’

উল্লেখ্য, অতিথিরা একই সময়ে যেকোন একটি রেস্টুরেন্টের অফার ব্যবহার করতে পারবেন।

//এস এইচ এস//এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি